কার্যনির্বাহী ও কেন্দ্রীয় কমিটি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৭-ক অনুচ্ছেদের (৩) দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি সিদ্ধান্ত লইয়াছেন যে, জাতীয় দল বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগের একটি কার্যনির্বাহী কমিটি ও একটি কেন্দ্রীয় কমিটি থাকিবে। রাষ্ট্রপতি নিম্নবর্ণিত ব্যক্তিগণকে এই কমিটিদ্বয়ের সদস্য মনোনীত করিয়াছেন।
কার্যনির্বাহী কমিটি
(১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—চেয়ারম্যান, (২) জনাব সৈয়দ নজরুল ইসলাম, (৩) জনাব এম মনসুর আলী, (৪) জনাব খন্দকার মোশতাক আহমদ, (৫) জনাব আবুল হাসানাত মোহাম্মদ কামরুজ্জামান, (৬) জনাব আবদুল মালেক উকিল, (৭) অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী, (৮) শ্রী মনোরঞ্জন ধর, (৯) ড. মোজাফফর আহমদ চৌধুরী, (১০) জনাব শেখ আবদুল আজিজ, (১১) জনাব মহীউদ্দিন আহমদ, (১২) জনাব গাজী গোলাম মোস্তফা, (১৩) জনাব জিল্লুর রহমান—সেক্রেটারি, (১৪) জনাব শেখ ফজলুল হক মনি—সেক্রেটারি, (১৫) জনাব আবদুর রাজ্জাক— সেক্রেটারি।
কেন্দ্রীয় কমিটি
(১) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি—চেয়ারম্যান, (২) জনাব সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি, (৩) জনাব এম মনসুর আলী, প্রধানমন্ত্রী—সেক্রেটারি জেনারেল, (৪) জনাব আবদুল মালেক উকিল, স্পিকার, (৫) জনাব খন্দকার মোশতাক আহমদ, বাণিজ্য ও বহির্বাণিজ্যমন্ত্রী, (৬) জনাব আবুল হাসানাত মোহাম্মদ কামরুজ্জামান, শিল্পমন্ত্রী, (৭) জনাব মুহম্মদ উল্লাহ, ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার মন্ত্রী, (৮) জনাব আবদুস সামাদ আজাদ কৃষিমন্ত্রী, (৯) অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী শ্রম, সমাজকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী, (১০) শ্রী ফণী মজুমদার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, (১১) ড. কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী, (১২) জনাব মোহাম্মদ সোহরাব হোসেন, গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী, (১৩) জনাব আব্দুল মান্নান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী, (১৪) জনাব আবদুর রব সেরনিয়াবাত, বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ বিদ্যুত্ ও বন, মত্স্য ও পশুপালন মন্ত্রী, (১৫) শ্রী মনোরঞ্জন ধর, আইন, সংসদ বিষয়াবলী ও বিচারমন্ত্রী, (১৬) জনাব আব্দুল মমিন, খাদ্য, বেসামরিক সরবরাহ এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী, (১৭) জনাব আসাদুজ্জামান খান, পাটমন্ত্রী, (১৮) জনাব এম কোরবান আলী, তথ্য বেতারমন্ত্রী, (১৯) ড. আজিজুর রহমান মল্লিক, অর্থমন্ত্রী, (২০) ড. মোজাফফর আহমদ চৌধুরী, শিক্ষামন্ত্রী, (২১) জনাব তোফায়েল আহমেদ, রাষ্ট্রপতির বিশেষ সহকারী, (২২) জনাব শাহ মোয়াজ্জেম হোসেন চিফ হুইপ, (২৩) জনাব আবদুল মমিন তালুকদার, সমবায় প্রতিমন্ত্রী, (২৪) জনাব দেওয়ান ফরিদ গাজী, বাণিজ্য প্রতিমন্ত্রী, (২৫) অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, (২৬) জনাব তাহের উদ্দিন ঠাকুর, তথ্য ও বেতার প্রতিমন্ত্রী, (২৭) জনাব মোসলেমউদ্দিন খান, পাট প্রতিমন্ত্রী, (২৮) জনাব মোহাম্মদ নূরুল ইসলাম মঞ্জুর, যোগাযোগ প্রতিমন্ত্রী, (২৯) জনাব কে এম ওবায়দুর রহমান, ডাক, তার ও টেলিফোন প্রতিমন্ত্রী, (৩০) ডা. ক্ষিতীশ চন্দ্র মণ্ডল, ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী, (৩১) জনাব রেয়াজ উদ্দিন আহমেদ, বন, মত্স্য ও পশুপালন প্রতিমন্ত্রী, (৩২) জনাব এম বায়তুল্লাহ, ডেপুটি স্পিকার, (৩৩) জনাব রুহুল কুদ্দুস, রাষ্ট্রপতির প্রধান সচিব, (৩৪) জনাব জিল্লুর রহমান এমপি, সেক্রেটারি, (৩৫) জনাব মহিউদ্দিন আহমদ এমপি, (৩৬) জনাব শেখ ফজলুল হক মণি-সেক্রেটারি, (৩৭) জনাব আব্দুর রাজ্জাক এমপি-সেক্রেটারি, (৩৯) জনাব আনোয়ার চৌধুরী, (৪০) বেগম সাজেদা চৌধুরী এমপি, (৪১) বেগম তসলিমা আবেদ এমপি, (৪২) জনাব আবদুর রহিম-দিনাজপুর, (৪৩) জনাব আব্দুল আওয়াল এমপি-রংপুর, (৪৪) জনাব লুত্ফর রহমান এমপি-রংপুর, (৪৫) জনাব এ কে মুজিবুর রহমান এমপি, বগুড়া, (৪৬) ড. মফিজ চৌধুরী এমপি, বগুড়া, (৪৭) ডা. আলাউদ্দিন এমপি, রাজশাহী, (৪৮) ডা. আসহাবুল হক এমপি, কুষ্টিয়া, (৫০) জনাব রওশন আলী এমপি, যশোহর, (৫১) জনাব শেখ আবদুল আজিজ এমপি, খুলনা, (৫২) জনাব সালাহ উদ্দিন ইউসুফ এমপি, খুলনা, (৫৩) মি. মাইকেল সুশীল অধিকারী, খুলনা, (৫৪) জনাব কাজী আবুল কাশেম এমপি, পটুয়াখালী, (৫৫) জনাব মোল্লা জালালউদ্দিন আহমদ এমপি, ফরিদপুর, (৫৬) জনাব শামসুদ্দিন মোল্লা এমপি, ফরিদপুর, (৫৭) শ্রী গৌরচন্দ্র বালা, ফরিদপুর, (৫৮) জনাব গাজী গোলাম মোস্তফা এমপি, ঢাকা নগর, (৫৯) জনাব শামসুল হক এমপি, ঢাকা, (৬০) জনাব শামসুদ্দোহা এমপি, ঢাকা, (৬১) রফিক উদ্দিন ভূঁঁইয়া এমপি, ময়মনসিংহ, (৬২) সৈয়দ আহমদ, ময়মনসিংহ, (৬৩) শামসুর রহমান খান এমপি, টাঙ্গাইল, (৬৪) নুরুল হক এমপি, নোয়াখালী, (৬৫) কাজী জহিরুল কাইউম এমপি, কুমিল্লা, (৬৬) ক্যাপ্টেন সুজাত আলী এমপি, কুমিল্লা, (৬৭) এম আর সিদ্দিকী এমপি, চট্টগ্রাম, (৬৮) এম এ ওয়াহাব এমপি, চট্টগ্রাম, (৬৯) শ্রী চিত্তরঞ্জন সুতার এমপি, (৭০) সৈয়দা রাজিয়া বানু এমপি, (৭১) আতাউর রহমান খান এমপি, (৭২) খোন্দকার মোহাম্মদ ইলিয়াস, (৭৩) শ্রী মং প্রু সাইন, মানিকছড়ির রাজা, (৭৪) অধ্যাপক মোজাফফর আহমদ, (৭৫) আতাউর রহমান, (৭৬) পীর হাবিবুর রহমান, (৭৭) সৈয়দ আলতাফ হোসেন, (৭৮) মোহাম্মদ ফরহাদ, (৭৯) বেগম মতিয়া চৌধুরী, (৮০) হাজী মোহাম্মদ দানেশ, (৮১) তৌফিক ইমাম, সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, (৮২) নুরুল ইসলাম, সচিব, (৮৩) ফয়েজউদ্দিন আহমদ, সচিব, (৮৪) মাহবুবুর রহমান, সচিব, সংস্থাপন বিভাগ, (৮৫) আবদুল খালেক, উপরাষ্ট্রপতির সচিব, (৮৬) মুজিবুল হক, সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, (৮৭) আব্দুর রহিম, রাষ্ট্রপতির সচিব, (৮৮) মইনুল ইসলাম, সচিব, পূর্ত গৃহনির্মাণ ও শহর উন্নয়ন মন্ত্রণালয়, (৮৯) সৈয়দুজ্জামান, সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়, (৯০) আনিসুজ্জামান, সচিব, (৯১) ড. এ সাত্তার, রাষ্ট্রপতির সচিব, (৯২) এম এ সামাদ, সচিব, যোগাযোগ মন্ত্রণালয়, (৯৩) আবু তাহের, সচিব, ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার মন্ত্রণালয়, (৯৪) আল হোসায়নী, সচিব, বিদ্যুত্ শক্তি মন্ত্রণালয়, (৯৫) ডা. তাজুল হোসেন, সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়, (৯৬) মতিউর রহমান, চেয়ারম্যান, টিসিবি, (৯৭) মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, (৯৮) এয়ার ভাইস মার্শাল এ কে খোন্দকার, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, (৯৯) কমোডর এম এ ই খান, বাংলাদেশ নৌবাহিনী প্রধান, (১০০) মেজর জেনারেল খলিলুর রহমান, মহাপরিচালক, বিডিআর, (১০১) এ কে নাজির উদ্দিন আহমদ, গভর্নর, বাংলাদেশ ব্যাংক, (১০২) ড. আবদুল মতিন চৌধুরী, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, (১০৩) ড. মাযহারুল ইসলাম, উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, (১০৪) ড. মুহম্মদ এনামুল হক, উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, (১০৫) এটিএম সৈয়দ হোসেন, অতিরিক্ত সচিব, (১০৬) নুরুল ইসলাম, আইজিপি, পুলিশ, (১০৭) ড. নীলিমা ইব্রাহীম, (১০৮) ড. নুরুল ইসলাম, পরিচালক, পিজি হাসপাতাল, (১০৯) ওবায়দুল হক, সম্পাদক, বাংলাদেশ অবজারভার, (১১০) আনোয়ার হোসেন মঞ্জু, সম্পাদক, ইত্তেফাক, (১১১) মিজানুর রহমান, প্রাক্তন প্রধান সম্পাদক, বিপিআই, (১১২) আনোয়ারুল ইসলাম, যুগ্ম সচিব, রাষ্ট্রপতির সচিবালয়, (১১৩) ব্রিগেডিয়ার এ এন এম নুরুজ্জামান, পরিচালক, জাতীয় রক্ষীবাহিনী, (১১৪) কামারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, (১১৫) ডা. মাজহার আলী কাদরী, বাংলাদেশ চিকিত্সক সমিতির সভাপতি। (দৈনিক ইত্তেফাক : ৭ জুন, ১৯৭৫)।
No comments:
Post a Comment